: মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি এত্র ইউনিয়নের এক মাত্র উচ্চ বিদ্যালয়,বিদ্যালয়টি ২০০৮ সালে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মো: ফাইজুর কবির সাহেবের উদ্ভোধনি অনুষ্ঠানের মাধ্যামে প্রতিষ্ঠা পায়, বিদ্যায়টি বর্তমানে তিনটি টিনশেড ঘর প্রতিটি (১৫×৭৫) আছে। বিদ্যালয়টিতে একটি (২০ফুট×৪০ফুট)২ কক্ষ বিশিষ্ট একতলা পাকা ভবন আছে। ২০১৪ সালের আগস্ট মাস পর্যন্ত বিদ্যালয়ে মোট ১৫ জন শিক্ষক/ কর্মচারী আছে। বিদ্যালটি এখনো এমপি ও ভুক্ত হয়নি তবে ৮ম শ্রেনীর স্বীকৃতি ও ৯ম শ্রেনীর অনুমতি আছে। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক, ও ব্রবসায় শিক্ষা প্রতিটি বিভাগ খোলা আছে।
মাহমুদপুর ইউনিয়নের অত্র বিদ্যালয়টি ছাড়া আর কোন উচ্চ বিদ্যালয় নেই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল ২০০৮ সাল।সেই হিসাবে স্কুলটি অত্যন্ত নবীন। মাধ্যমিক বিদ্যালয়ের অভাবের কারনে উক্ত ইউনিয়নের শিক্ষার হার অত্যন্ত কম।এজন্য এলাকার সর্বস্তরেরমানুষের উৎসাহে এবং সহযোগীতায় শিক্ষা ব্যবস্থা প্রসারের জন্য বিদ্যালয়টি ২০০৮ সালে আলহাজ গোলাম হোনসেন ভূইয়া , আলহাজ মিয়া মো: আলিউদ্দিন, আলহাজ আমান উল্যাহ আমান (বর্তমানে ইউপি চেয়ারম্যান)এ সকল নেতৃস্থানীয় লোকদের নেতৃত্বে প্রতিষ্ঠা পায়। প্রতিষ্ঠাকালীন সময় বিদ্যালয়টি মাহমুদপুর ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা পায়।বিদ্যালয়টি শুরুতে একটি পুকুরের পাড়ে গঠিত হয়েছিল, অথ্যৎ স্কুলের মূল কক্ষের সামনে ছিল একটি বড় পুকুর। এই পুকুরের একটি পাড় হতে মূল রাস্তায় যাওয়ার জন্য ব্যবহৃত হত বাশের সাকু। কিন্তু বর্তমান সংসদ সদস্য আলহাজ নজরূল ইসলাম বাবু এমপি হওয়া পর পুকুরটিতে মাটি ভরাট করে একটি বড় মাঠ তৈরীকরে দেন এবং বিদ্যালয়ে একটি পাকা ভবন ও দান করেন।
ক্রমিকনং | নাম | পদবী |
১. | আলহাজ মিয়া মো: আলিউদ্দিন | সভাপতি |
২. | মো: আলমগীর হোসেন | শিক্ষক প্রতিনিধি |
৩. | মো: আমজাদ হোসেন | শিক্ষক প্রতিনিধি |
৪. | রোকসানা বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
৫. | মো: সফর আলী | সদস্য |
৬. | আতাউর রহমান | সদস্য |
৭. | মেহেদীআশরাফমোমেন | সদস্য |
৮. | মো: ছানাউল্লাহ মিয়া | সদস্য |
৯. | দেলোয়ারা বেগম | সংরক্ষিত মহিলা অভিবাক সদস্য |
১০. | আলহাজ আমান উল্যাহ আমান | দাতা সদস্য |
১১. | মো: দুলাল মিয়া | সদস্যসচিব |
১২. | আলহাজ ইঞ্জিনিয়ার ইউসুফ ভূইয়া | কো-অপ্ট সদস্য |
সাল | পরিক্ষার নাম | মোট উত্তীর্ণ | পাশের হার |
২০১২ | জে, এস ,সি | ৬০ | ৯৫.২৪% |
২০১৩ | জে, এস ,সি | ১১৮ | ১০০% |
২০১১ | এস, এস, সি | ২২ | ৮৮% |
২০১২ | এস, এস, সি | ৪৪ | ৯৩.৬২% |
২০১৩ | এস, এস, সি | ৭৮ | ৯৮% |
২০১৪ | এস, এস, সি | ৫৯ | ৯৫.১৬% |
ক্রমিক নং | শ্রেণী | সংখ্যা/জন | ক্যাটাগরী |
১ | ৬ষ্ঠ | ০২ | সাধারন |
২. | ৭ম | ০২ | ট্যানেলপুল |
৩. | ৮ম | ০৩ | সাধারন |
৪. | ৯ম | ০৩ | ট্যানেলপুল |
অত্র বিদ্যারয়টি প্রতিষ্ঠার পূর্বে এই ইউনিয়নের ছেলেমেয়ের শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল।বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রতি বছর একটি উল্লেখ যোগ্য শিক্ষার্থী এস,এস,সি পাশ করে বের হচ্ছে। তাছারা শিক্ষার ছোয়া পেয়ে অনেক নিরক্ষর ও অজ্ঞ মানুষ তাদের ছেলেমেয়েদের কে লেখা পড়ায় উৎসাহী করতে আগ্রহ প্রকাশ করছে।
অতি সম্প্রতি বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত হয়েছে। বিদ্যালয়টির লেখা পড়া ও পাশের হার ভাল এবং পর্যাপ্ত সংখ্যক ছাত্র ছাত্রী আছে বিধায় বিদ্যালটিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তর করার চিন্তা ভাবনা স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আছে।
অত্র বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আড়াইহাজার হতে বিদ্যালয়ে আসার জন্য একটি চমৎকার পাকা রাস্তা আছে। পূর্বদিকে মেঘনা নদী উত্তর দিকে উচিৎপুরা ও সুলতানসাদী যাওয়ার জন্য ও বেশ ভাল মানের রাস্তা রয়েছে। সার্বিক ভাবে বিদ্যালটির সাথে চতুদিকের যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো।
শ্রেণী | শাখা | রোরনং | ছাত্র/ছাত্রীর নাম | ক্যাটাগরি |
৬ষ্ঠ
| ক | ১ | তানজিলা আক্তার |
|
ক | ২ | সুমাইয়া আক্তার |
| |
ক | ৩ | মারুফা আক্তার |
| |
খ | ১ | মোসাদ্দেক আশরাফ মাহী |
| |
খ | ২ | আলিমা আক্তার শরিফা |
| |
খ | ৩ | মো: শাহপরান | বৃত্তি প্রাপ্ত | |
গ | ১ | মো: বায়েজিদ |
| |
গ | ২ | মোসা: হাফসা |
| |
গ | ৩ | মোসা: উর্মি আক্তার |
| |
৭ম | ক | ১ | মোসা: সেলিনা আক্তার | বৃত্তি প্রাপ্ত |
ক | ২ | মো: শফিকুর আক্তার | বৃত্তি প্রাপ্ত | |
ক | ৩ | মোজাহিদুর ইসলাম |
| |
খ | ১ | মো: কাউসার |
| |
খ | ২ | তানিয়া আক্তার |
| |
খ | ৩ | মো; রফিকুল হাসান |
| |
গ | ১ | ইফফাত আক্তার |
| |
গ | ২ | আফরিনা আক্তার মুক্তা |
| |
গ | ৩ | আব্দুর মিয়া |
| |
৮ম |
ক | ১ | তাবাসসুম আকআতর |
|
২ | জোলেখা ইয়াছমিন |
| ||
৩ | শাহিনূর আক্তার |
| ||
৯ম |
ক | ১ | মো: ইব্রাহিম |
|
২ | সালমা জাহান |
| ||
৩ | জাহিদ হাসান সুমন |
| ||
১০ম |
ক | ১ | মো: শরিফুর ইসরাম |
|
২ | মোসা: শেফালী আকআতর |
| ||
৩ | সাজিয়া আকআতর |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস