৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ
উপজেলাঃ আড়াইহাজার, জেলাঃ নারায়ণগঞ্জ।
গ্রাম আদালত
সূত্রঃ তারিখঃ
স্বাক্ষরিত বাদী স্বাক্ষরিত বিবাদ
আপোষে মিমাংসা পত্র
বাদী: মানছুরা, পিতা- পশমত আলী, গ্রাম + পোঃ শ্রীনিবাসদী, উপজেলা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ।
বিবাদী: ইউসুফ ,পিতা- জাহেদ আলী, গ্রাম + পোঃ শ্রীনিবাসদী, উপজেলা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ।
স্থানীয় হিতৈশী, গণ্যমাণ্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে বাদীর আবেদনের ভিত্তিতে অদ্য ৭/১১/২০১৩ইং তারিখ মাহমুদপুর ইউনিয়ন পরিষদে এক বিচার সভা অনুষ্ঠিত হয়।উক্ত বিচার সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আমান উল্যাহ, চেয়ারম্যান মাহমুদপুর ইউপি।উভয়ের বক্তব্য শুনে বোঝা জায়জে স্বামী স্ত্রীর মধ্যে বুল বুঝা বুঝির কারনে জগরা বিবাদ হয়।তাহা শুনে বুঝে আপোশে মিমাংশা করা হয়। উভয় পক্ষ তা মানিয়া নিজ সংসারে একত্রে বসবাস করার সিদ্ধান্ত হয়।
উপস্থিত গণ্যমাণ্য ব্যক্তির স্বাক্ষরিত তারিখ: ২৮/১১/২০১৩
১.
২.
৩.
৪.
৫.
স্বাক্ষরিত-
চেয়ারম্যান
৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ
আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস