Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
বিস্তারিত

মাহমুদ ইউনিয়ন ভূমি অফিসটি, মাহমুদ ইউনিয়ন  পরিষদ ভবন এর ২য় তলাতে অবস্থিত।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১

ভূমি উন্নয়ন কর

(Land Development Tax)

তাৎক্ষনিক

Land Development Tax Ordinance, 1976

অনুযায়ী নির্ধারিত হারে কর/খাজনা আদায় করে সাথে সাথেদাখিলা প্রদান করা হয়।

ইউনিয়ন ভূমি অফিস

০২

নামজারী ও জমাখারিজ

(Mutation)

সর্বোচ্চ- ৪৫

সরকারী ফি ২৫০.০০টাকা। আবেদনকারী নিজে বা তার পক্ষে প্রতিনিধি আবেদন করলে উভয়ের ছবি সহ আবেদনের প্রেক্ষিতে সংশি­ষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এর নিকট হতে প্রস্তাব প্রাপ্তির পর নোর্টিশ জারীর মাধ্যমে উভয়পক্ষের শুনানী গ্রহণ করা হয়। শুনানীর সময় মূল দলিল সহ আনুসাঙ্গিক রেকর্ডপত্র দেখা হয়। এছাড়া এল.টি নোটিশ প্রাপ্তীর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নামজারী করা হয়ে থাকে।

উপজেলা ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিস

০৩

পেরীফেরীভূক্ত হাটবাজারের অস্থায়ী বন্দোবস্ত/ নবায়ন

০৭ দিন

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশসহ প্রতিবেদনের আলোকে লীজের শর্তভংগ না করলে নির্ধারিত হারে লীজ মানি গ্রহনপূর্বক একসনা লীজ নবায়ন করা হয় এবং ডি.সি.আর প্রদান করা হয়।

উপজেলা ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিস

সিটিজেন চার্টার

১. ভুমি উন্নয়ন কর আদায়।    

২. সরকারী জমি রক্ষনাবেক্ষন।                                                                                                

৩. নামজারী ও জমাভাগ সংক্রান্ত কার্যক্রম প্রভৃতি।

৪.ভূমি উন্নয়ন কর আদায়ের পর তা রেজিষ্টার তে ওয়াশিল দেওয়া।

৫.ভূমি উন্নয়ন করের আদায় কৃত টাকা ব্যাংকে জমা করন।

৬. খাস জমি বন্ধোবস্ত সংক্রান্ত কার্যক্রম।

৭. নামজারী সংক্রান্ত বিবিধ মোকদ্দমার কার্যক্রম।

৮. দেওয়ানি মোকদ্দমা সংক্রান্ত কার্যক্রমের প্রতিবেদন প্রেরনকরা।

যোগাযোগ

মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ:

 

মো: আব্দুলওহাব

ইউনিয়ন ভূমি উপ-সহকারী

মাহমদুপুর, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

মোবাইল : ০১৯২২৯২২২৭১